১২ই ফেব্রুয়ারি ২০১৮, অক্ষরবৃত্ত থেকে প্রকাশিত চারটি বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কবি ও শিশুসাহিত্যিক রাশেদ রউফ উপরোক্ত মন্তব্য করেন।
তিনি আরো বলেন মুদ্রণ সৌকর্যে রাজধানী ঢাকা থেকে চট্টগ্রামও যে পিছিয়ে নেই অক্ষরবৃত্ত থেকে প্রকাশিত সুন্দর ইলাস্ট্রেশান সমৃদ্ধ চাররঙা বইগুলো হাতে নিলেই তা অনুভব করা যায়।
তিনি সদ্য প্রকাশিত চারজন লেখকের গ্রন্থ আলোচনা করতে গিয়ে বলেন, লেখালেখিতে চারজন লেখকই স্বমহিমায় উজ্জ্বল।
অতিথি আলোচক হিসেবে এতে আরো বক্তব্য রাখেন শিশুসাহিত্যিক এমরান চৌধুরী ও শিশুসাহিত্যিক উৎপলকান্তি বড়ুয়া।
চারটি বইয়ের লেখক হলেন ‘আমি বঙ্গবন্ধুর রাসেল- আলী আসকর’, ‘আমার জন্মভূমি বাংলাদেশ- রমজান আলী মামুন’, ‘একাত্তরে দুই কিশোর- সাইদুল আরেফীন’, ‘হরিকাকা ও গ্যাংলিডার পিন্টু- আলমগীর শিপন’।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কবি ফারুক হাসান, গল্পকার মিলন বনিক, ইয়াসমীন পারভীন, গল্পকার ইফতেকার মারুফ, কবি ফারজানা রহমান শিমু, ছড়াশিল্পী মিজানুর রহমান শামীম, কবি আরিফ চৌধুরী, কবি ইলিয়াস বাবর, শিশুসাহিত্যিক আরকানুল ইসলাম, কবি সনজিত দে, ছড়াকার বাসুদেব খাস্তগীর, শিশুসাহিত্যিক অপু বড়ুয়া, ছড়াকার তসলিম খা, কবি সেলিম তালুকদার আকাশ, কবি মঈন ফারুক, কবি হাসনাত সৌরভ, আমিনুল রাকিব, কাজী জোহেব, আরফান, রাফি।
অক্ষরবৃত্ত প্রকাশনের স্বত্তাধিকারী আনিস সুজনের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।