নুর মুহাম্মদ বিন নুরুল ইসলাম ঃ চট্টলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বাঁশখালী দারুল উলুম আইনুল ইসলাম চাম্বল মাদ্রাসা’র বার্ষিক সভা আগামীকাল (৪ ফেব্রুয়ারি) রবিবার অনুষ্টিত হতে যাচ্ছে। প্রাচীন এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৪তম বার্ষিক সভার প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে।দৃষ্টিনন্দন প্যান্ডেল-সামিয়ানা স্টেইজ শোভা পাচ্ছে মাদরাসার মাঠে।
বার্ষিক মাহফিলের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা ফুজাইল বিন আব্দুল জলিল প্রতিবেদক কে জানান, প্রতি বছরের ন্যায় এবারও দেশবরেণ্য আলেম উলামা, খ্যাতনামা বক্তাগণ আলোচনা করবেন।
সারাদিনব্যাপী অনুষ্ঠিতব্য আগামীকাল ররিবারের বার্ষিক সভা সর্বাত্মক সফলতা কামনায় স্বতঃস্ফূর্ত যোগদান, সার্বিক সহযোগীতা ও দু’আ কামনা করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।