
মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম মাদরাসা ও এতিমখানার ৬৫ তম বার্ষিক মাহফিল আজ শনিবার ২ ফেব্রুয়ারি সকাল ১০টা হতে অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসা সূত্রে জানা গেছে, মাহফিলকে উপলক্ষ করে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে মাদরাসা কর্তৃপক্ষ।
উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন, চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক বাঁশখালীর সর্বজন শ্রদ্বেয় আলেমেদ্বীন পীরে কামেল আল্লামা শাহ আব্দুল জলিল।
আলোচনা পেশ করবেন আল্লামা সৈয়দুল আলম আরমানি। পটিয়া মাদরাসার সহকারী পরিচালক আল্লামা আবুতাহের নদবী, হাটহজারী মাদরাসার শিক্ষক আল্লামা মুহাম্মদ ফোরকান, সাহমীর পুর মাদরাসার পরিচালক আল্লামা নুরুল্লাহ
আল্লমা রফিকুল্লাহ, মাওলানা শমশুদ্দিন আফতাব প্রমুখ।
উক্ত দ্বীনি মাহফিলে দেশ বিদেশের বহু ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন এতে সকলের প্রতি দ্বীনি দাওয়াত দিয়েছেন কর্তৃপক্ষ।