বাঁশখালী টাইমস: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম মাদ্রাসার গেইট থেকে দৈনিক আলোকিত বাংলাদেশ ও দৈনিক মানবকন্ঠের বাঁশখালী প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ মিজান বিন তাহেরের মোটরসাইকেলটি চুরি হয়েছে। রবিবার ১২. ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বাঁশখালী থানায় একটি সাধারন ডাইরী দাখিলের প্রস্তুতি চলছে ।
মু.মিজান বিন তাহের বলেন, বেলা সাড়ে ১২ দিকে জলদী মখজনুল উলুম বাঁশখালী বড় মাদ্রাসার কাজে মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা রিদুওয়ান গাড়িটি নিয়ে চাম্বল মাদ্রাসায় যান। চাম্বল মাদ্রাসার গেইটের সামনে তিনি লাল রঙের ১২৫ সিসি হিরো হোন্ডা ইগনিটর মোটরসাইকেলটি (চট্ট মেট্রো-হ ১৬-৬২০৬) তালা দিয়ে মাদ্রাসার ভিতরে যান। মাত্র দশ মিনিট পরে তিনি মাদ্রাসা থেকে বের হয়ে দেখেন তাঁর মোটরসাইকেলটি নেই।