বাঁশখালী টাইমস: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১০ নং চাম্বল ইউনিয়নের চাম্বল বাজার নতুন ভাবে চালু হতে চলেছে দ্বীন ও আধুনিকতার সমন্বয়ে আন্তর্জাতিক মানের হিফজ প্রতিষ্ঠান। মনোরম পরিবেশে গঠিত আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার এই প্রতিষ্ঠানে আন্তর্জাতিকমানের প্রশিক্ষণপ্রাপ্ত সুদক্ষ ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান করার লক্ষ্যে আজ শনিবার (৭ সেপ্টেম্বর) থেকে হিফজুল কুরঅান, হিফজ সমাপ্ত ছাত্রদের জন্য স্পেশাল দাওর বিভাগ,নাজেরা বিভাগে (হিফজের প্রস্তুতি মূলক শর্টকোর্স বিভাগে) ভর্তি চলছে।
এতে থাকবে সৃজনশীল ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা, সুদক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান, ছাত্রদের জন্য সার্বক্ষণিক নিরাপত্তা ও মনোরাম অাবাসিক ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত রুচিশীল ৩ বেলা খাবার পরিবেশন সহ ছাত্রদের সার্বক্ষণিক শিক্ষক দ্বারা তত্ত্বাবধানেই হচ্ছে মূল্য লক্ষ্য।
এছাড়া জেডিসি,দাখিল, অালিম ও ফাজিল শ্রেনীর আরবী সাবজেক্টের জন্যও রয়েছে অাধুনিক ব্যবস্থা ও কোর্স। আগ্রহীরা আর দেরী না করে সীমিত সময়ের মধ্যে ভর্তি হওয়ার জন্য হিফজ মাদ্রাসার পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
যোগাযোগ-হাফেজ মাওলানা মুহাম্মদ ফোরকান
প্রতিষ্ঠাতা পরিচালক, তাহযীবুল উম্মাহ হিফজ মাদ্রাসা ও সাবেক শিক্ষা পরিচালক জামিয়া ইবনে আব্বাস(রাঃ) লোহাগাড়া চট্টগ্রাম, খতিব- লাল মুহাম্মদ সিকদার বাড়ী জামে মসজিদ চাম্বাল বাঁশখালী চট্টগ্রাম, মোবাইলঃ ০১৮৭৫৫৬০৪৬১/০১৩১০০৮৮৭১৫
ঠিকানা- চাম্বল কাঁচা বাজারের পূর্ব পার্শ্বে আয়েশা প্লাজা ২য় তলা বাঁশখালী চট্টগ্রাম।