চাম্বলে লাঙলের সমাবেশে গুলিবিদ্ধ ২০

বাঁশখালী টাইমস: আজ সন্ধ্যায় চাম্বলে অনুষ্ঠিত লাঙলের সমর্থনে মাহমুদুল ইসলাম চৌধুরীর সমাবেশে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন গুলিবিদ্ধ ও শতাধিক লাঙল সমর্থক আহত হয়েছে বলে জানা গেছে।
সমাবেশের শেষ দিকে অতর্কিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে জানা যায়। এতে গুলিবিদ্ধরা হলেন কপিল উদ্দীন (৪২),হাসান (২৬),আজিজ আহমদ( ৬১),রাসেল (২২),মাহমদ (২৬),সিরাজ মিয়া (৫৫), রমিজ(৩৫),আব্দুর রহিম(৫৫), আজিজ আহমদ (৫৬),মেম্বার দিদার(৩৮)।

BanshkhaliTimes
BanshkhaliTimes

শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আহতদের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *