মোঃ রিয়াদুল ইসলাম রিয়াদঃ বাঁশখালীর চাম্বলে র্যাব-৭ এর সাথে বন্দুকযুদ্ধে জাকের (৩০) নামের এক চিহ্নিত সন্ত্রাসী নিহত হয়েছে। কয়েকমাস পূর্বে প্রকাশ্যে অস্ত্রসহ জাকেরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচিত হয়েছিল।
আজ রবিবার বিকেল ছয়টার দিকে চাম্বল ইউনিয়নের জঙ্গল চাম্বল থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত জাকের চাম্বলের ছড়ারকুল এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে।
চাম্বলে র্যাব-৭ অস্ত্র উদ্ধারে অভিযানে গেলে জাকেরের দলের সাথে বন্দুকযুদ্ধ হয়। এ সময় কুখ্যাত ডাকাত জাকের গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঘটনাস্থল থেকে ১১ টি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়।