চাম্বলে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, স্বর্ণসহ ৬ লক্ষাধিক টাকার মাল লুট

হহমুহম্মদ মিজান বিন তাহেরঃবাঁশখালীতে পূর্ব শত্রুতার জের ধরে জঙ্গল চাম্বল নতুন পাড়া এলাকার ব্যবসায়ী আবু তাহেরের বাড়িতে এক দূর্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে।
জানা যায়, শুক্রবার (১০ নভেম্বর) ভোর রাত সাড়ে তিনটার দিকে ১৮-২০ জনের ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩ লক্ষ টাকা ও ৬ ভর্রি স্বর্ণালংকার নিয়ে যায়। ডাকাত দলের হামলায় ব্যবসায়ী আবু তাহের স্ত্রী খতিজা বেগম (৩২) আহত হলে তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

ভুক্তভোগি গৃহকর্তা আবু তাহের বলেন,
“আমি দীর্ঘদিন ধরে পাইকারী সবজি বিক্রির ব্যবসা করি। চাম্বল বাজারে আমার একটি সবজির গোড়াউন রয়েছে। ব্যবসায় সূত্রে প্রতিনিয়ত আমি বাড়িতে মোটা অংকের টাকা রাখি। আমার বাড়িটি সেমিপাকা। রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে রাত সাড়ে তিনটার দিকে ১৮-২০ জনের ডাকাত দল ঘরের দরজা জানালা ভেঙ্গে সবাইকে অস্ত্রের মূখে জিম্মি করে মারধর নগদ টাকা সহ স্বর্নলংকার নিয়ে যায়।এদের মধ্যে আমরা কয়েক জনকে চিহ্নিত করতে পেরেছি।”

এ ব্যাপারে ঘটনার সত্যতা শিকার করে স্থানীয় চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী জানান,আমি ডাকাতির হওয়ার খবর শুনে তাদের বাড়ি পরিদর্শন করেছি। ওদের সাথে কথা বলে জানতে পেরেছি, এটি পূর্ব শত্রুতার জের ধরে এ ডাকাতি ঘটানো হয়েছে।
তবে সকালের দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, জায়গা জমি ও পূর্ব শত্রুতার জের ধরে ঘটনা ঘটানো হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *