চাম্বলে ডাকাতসর্দার আব্দুর রহমান নিহত

 বাঁশখালী টাইমস: চাম্বলে শনিবার (২২ জুলাই) গভীর রাতে নিজেদের মধ্যে গুলি বিনিময়কালে আব্দুর রহমান (৫০) নামে দুর্ধর্ষ এক ডাকাত নিহত হয়েছেন।  খবর পেয়ে পুলিশ গিয়ে ওই ডাকাতের মরদেহ উদ্ধার করেছে।  ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলিও উদ্ধার করা হয়েছে।

বাঁশখালী থানার ওসি আলমগীর হোসেন বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় আব্দুর রহমানের নিজের ডাকাতদলের দুই গ্রুপে অথবা অন্য কোন ডাকাতদলের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়েছে।  এতে আব্দুর রহমান গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।  আমরা আব্দুর রহমানের মরদেহ উদ্ধারের পর বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছিলাম।  সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে, স্থানীয় জনতা বলছে, আব্দুর রহমানকে একদিন আগেই গ্রেফতার করা হয়েছিল। পুলিশ তাকে ক্রসফায়ারে দিয়েছে।

ওসি জানান, ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, ৬ রাউন্ড কার্তুজ এবং ৫টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।  এছাড়া পাঁচটি রাম দা এবং কয়েক জোড়া জুতা পাওয়া গেছে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পালিয়ে যাবার সময় জুতাগুলো ফেলে গেছে বলে ধারণা করছেন ওসি।

আব্দুর রহমানের বাড়ি বাঁশখালী উপজেলার মধ্যম পুঁইছড়ি গ্রামে।  তার বিরুদ্ধে বাঁশখালী থানায় ১৭টি ‍মামলা আছে।  এর মধ্যে ডাকাতি মামলা ১২টি, অস্ত্র মামলা ৩টি এবং চাঁদাবাজির অভিযোগে ২টি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন ওসি।

ডাকাত আব্দুর রহমানের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ওসি।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *