মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের জঙ্গল চাম্বল দুইল্যাজিরি আলী বাপের টেক এলাকায় জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হয়েছেন ৫ জন। এ ঘটনায় আশংকাজনক অবস্থায় রিনা আক্তার(২৬) ও তছলিমা আক্তার(২২)কে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিরা বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
শনিবার (১৪ জানুয়ারি) ভোর সকাল ৫ টার দিকে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন, জয়নাল আবেদীন(৩০), জসিম(২৯)ও ইসমাইল (২০)। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, উপজেলার চাম্বল ইউনিয়নের জঙ্গল চাম্বল দুইল্যাজিরি আলী বাপের টেক এলাকায় আব্দুর রশিদের সাথে সরকারী পিএব ভুক্ত ৮ গন্ডা জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল জয়নাল গংদের সাথে। প্রতিমধ্যে বিচারাধীন থাকা অবস্থা স্থানীয়রা আব্দুর রশিদের পক্ষে রায় দিয়েছে মর্মে ভোর সকালে তার লোকজন বিরোধপূর্ণ জায়গায় নির্মিত বাড়ি ঘর ভাংচুর করে। এ সময় প্রতিপক্ষ জয়নাল আবেদীনের লোকজন বাঁধা দেয়। এরপর উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জয়নাল গ্রুপের ৫ জন লোক আহত হয়।
বাঁশখালী হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডাঃ রাশেদুল করিম বলেন, ‘চাম্বল এলাকায় সংঘর্ষের ঘটনায় আহতরা বাঁশখালী হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন। আশংকাজনক অবস্থায় ২ জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম মজুমদার বলেন, ‘চাম্বল ইউনিয়নের জঙ্গল চাম্বল এলাকায় মারামারির ঘটনায় এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলেই তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’