মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: বাঁশখালীতে পুকুরে ডুবে মৃত্যুর ঘটনা যেন থামছেই না। সাম্প্রতিক সময়ে অন্তত ৫ টি সলিলসমাধির ঘটনা ঘটেছে।
এবার পুকুরে ডুবে মোহাম্মদ সায়েম নামের সাড়ে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকাল ৪ টায় উপজেলার চাম্বল ইউপির পশ্চিম চাম্বল ২ নং ওয়ার্ডের গোলাম সিকদার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সায়েম ওই এলাকার স্থানীয় ব্যবসায়ী ফেরদৌসের ছেলে।
সায়েমের মামা মোঃ বাদশা জানান, সায়েমের পরিবারের সদস্যরা কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সায়েম বাড়ির পাশের উঠানে খেলতে খেলতে পুকুরে পড়ে যায়। পরে পুকুরে তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত উপ-সহকারী মেডিকেল অফিসার জুয়েল সরকার ও কামনাশীষ দাশ বলেন, হাসপাতালে আনার আগেই সায়েমের মৃত্যু হয়।