মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে সরকারী পি এফ জায়গায় শত বছরের পুরানো (মানিক পাড়া) কবর স্থান দখল করে গাছ রোপণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব চাম্বল হায়দারী পাড়া এলাকায় ১ শত বছরের উর্ধ্বে কবরস্থানটি দখল করে স্থানীয় মহিউদ্দীন, রশিদ আহমদ, নুরুল আমিন, মো:কামাল,মো:আশা ও মোক্তার আহমদ গায়ের জোরে এলাকাবাসীর ব্যবহৃত পুরানো কবরস্থানটি দখল করে গাছ রোপন করে। এ নিয়ে এলাকাবাসীর শত শত গণসাক্ষর নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়ের করেছে স্থানীয় সামশুল ইসলাম। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, অভিযোগ পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিল করতে বলেছি। ইতিমধ্যে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি। ঘটনার সত্যতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
