চাম্বলে আগুনে পুড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম জান্নাতুল মাওয়া। রোববার রাত ৮টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের সুম্মা শিকদার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে শিশুটির নয় বছর বয়সী ভাই মো. আবদুল্লাহ আহত হয়েছে।
শিশুটির বাবা কাঁদতে কাঁদতে জানান, হঠাৎ আগুনের সূত্রপাত হয়। তাঁদের ঘরটি বাঁশের বেড়া ও শণের তৈরি। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। স্ত্রী বাইরে ছিল, ঠিক সেসময় আগুনের সূত্রপাত হয়। মেয়ে মাওয়া ঘুমন্ত অবস্থায় থাকায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ছেলে আবদুল্লাহ বের হতে গিয়ে আগুনে পুড়ে গুরুতর আহত হয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
চুলার ছাই থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।
চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী বলেন, আহত ছেলেটাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সেও আশঙ্কাজনক অবস্থায় আছে।