চাম্বলের সাবেক চেয়ারম্যান মীর দিল মুহাম্মদ খাঁনের জানাযা সম্পন্ন

মুহাম্মদ মিজান বিন তাহের: চাম্বল ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম মীর ওয়াজেদ আলী খাঁন এর দৌহিত্র ও মীর ওমর আলী খাঁনের ১ম পুত্র চাম্বল ইউপির সাবেক চেয়ারম্যান মীর দীল মোহাম্মদ খাঁন গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০.৩০ মিনিটের সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী……রাজেউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৭ বছর। তিনি চার ভাই, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকাল নয়টায় রাহাত্তারপুল পুলিশ বিটের পার্শ্বস্থিত বায়তুশ শরফ জামে মসজিদে মরহুমের ১ম জানাযার নামায অনুষ্টিত হয়েছে। পরবর্তীতে তার মরদেহ বাঁশখালীর পূর্বচাম্বল মিয়ারবাড়ীর নিজ বাসভবনে আনা হলে জুমার নামাযের পর ২য় জানাযার নামায অনুষ্ঠিত হয়েছে। নামাযে জানাযার পরে মরহুমকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

তার পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন। তিনি চাম্বলের ঐতিহ্যবাহী জমিদার পরিবারের সন্তান ছিলেন। চাম্বল ইউপির প্রতিষ্টাতা চেয়ারম্যান মরহুম মীর ওয়াজেদ আলী খাঁন ছিলেন তার দাদা। তার দাদা চাম্বল ইউপির দুইবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তার ছোট ভাই মীর জহির উদ্দীন ছগির চাম্বল ইউপির চেয়ারম্যান হিসেবে একটার্ম দায়িত্ব পালন করেছেন। কথিত আছে ভারতের চম্বল এলাকায় তার পূর্বপুরুষ ৭০জাতির লোক নিয়ে বাঁশখালীর চাম্বলে বসতি স্থাপন করেন। সে হিসেবে এ অঞ্চলের নাম ভারতের চম্বলের নামে নামকরণ করেন চাম্বল। ঐতিহাসিক এ জমিদার পরিবার স্বীয় অঞ্চলে বিভিন্ন স্কুল মাদ্রাসা সহ বহু প্রতিষ্টান স্থাপন করেন।

এদিকে মরহুমের অনুষ্ঠিত নামাযে জানাযায় ইমামতি করেন চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম মাদ্রাসার পরিচালক পীরেকামেল আল্লামা শাহ আব্দুল জলিল। এসময় দৈনিক পূর্বদেশ পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান সিআইপি, বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মৌলভী নুর হোসেন,
চাম্বল ইউপির বর্তমান চেয়ারম্যান মুজিবুল হক, চাম্বলের সাবেক চেয়ারম্যান উসমান গনি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *