চাম্বলের রুহুজান বিবি মসজিদের জন্য অনুদান দিলেন জাফরুল ইসলাম চৌধুরী

চাম্বল প্রতিনিধি: চাম্বল বাজারের রুহুজান বিবি জামে মসজিদের জন্য অনুদান দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণজেলা বিএনপি’র সভাপতি, সাবেক এমপি ও প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী।

তিনি এই মসজিদের জন্য ১০০ বস্তা সিমেন্ট ও ১টি নলকূপ প্রদান করেন। সাবেক মন্ত্রী ও বাঁশখালী থেকে চার-চার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, “সুখে-দুখে সবসময় আমি বাঁশখালীবাসীর কাছেই থাকি। আমাকে আপনারা সবসময় পাবেন। আগেও পেয়েছেন, এখনও পাচ্ছেন, সামনেও পাবেন ইনশাআল্লাহ।”

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *