মানুষ মানুষের জন্য এ চির সত্যটা আবারও প্রমাণ করেছেন আফ্রিকা প্রবাসী মো. মুজিবুর রহমান সহ অন্যান্যরা।
বাঁশখালীর পশ্চিম চাম্বল মুন্সী খিল মৌলভী বাড়ি ৩নং ওয়ার্ডের মোঃ নেছারুল হক ছেলে মোঃ মঈনুল হক এর দুইটি কিডনি নষ্ট হয়ে হয়ে যাওয়ার সংবাদ পেয়ে এগিয়ে আসেন তারা।
স্বেচ্ছাসেবী সংগঠন বাঁশখালী ব্লাড ব্যাংকের এডমিন মোঃ ফারুক খান জিসানেরবড় ভাই মোঃ মুজিবুর রহমান পূর্ব শীলকূপ মাতব্বর পাড়ার মোঃ নওসা মিয়ার ছেলে। তিনি পূর্ব আফ্রিকা মুজাম্বিক মিলানজি সিটিতে বসবাসরত প্রবাসীদের নিকট হতে মঈনুলের কিডনি প্রতিস্থাপনে ২ লক্ষ ১৪ হাজার টাকা সংগ্রহ করেন।
এ সময় তাকে সহযোগিতা করেন সওকত, বেলাল, রফিকুল, মিজান, আমির, সেলিম।
উক্ত সহায়তা তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন- রোগীর বাবা মোঃ নেছারুল হক, মা বেগম আঙুর জাহান, বড় ভাই, মোঃ মনজুরুল হক, আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন “বাঁশখালী ব্লাড ব্যাংক” এর সম্মানিত উপদেষ্টা ডাঃ নারায়ন দাশ, প্রতিষ্ঠাতা এডমিন সজীব নমঃ শুভ, এডমিন স্বরূপ দেবনাথ, সৌরভ সেন ঝুন্টু, অত্র এলাকার মেম্বার ফজল কাদের প্রমুখ।