মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: চট্টগ্রাম-কক্সবাজারের বিকল্প রুট আনোয়ারা-বাঁশখালী পিএবি প্রধান সড়কের চাম্বল বাজারের সেই বেইলী ব্রীজটি অবশেষে ভেঙে গিয়ে যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এ রুট দিয়ে চট্টগ্রামের বাঁশখালী ছাড়াও কক্সবাজারের পেকুয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালীর অসংখ্য যাত্রী যাতায়াত করে থাকেন। দীর্ঘদিন যাবৎ জ্বরাজীর্ণ এই বেইলী ব্রীজটি সংস্কার না করায় এ সড়ক দিয়ে চলাচলকারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। রবিবার (২২ এপ্রিল) সকাল থেকে ব্রীজের পাটাতন ভেঙে গিয়ে সকল ধরনের যানবাহন পারাপার বন্ধ রয়েছে। তাছাড়া ব্রীজ ভেঙে যাওয়ার ফলে দুপারে শত শত যানবাহন আটকা পড়ে রয়েছে। তবে ব্রীজের দুপারে নেমে কষ্ট করে ধান ক্ষেত দিয়ে পার হয়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এ ব্যাপারে সড়ক ও জনপদ দোহাজারী বিভাগের নির্বাহী প্রকৌশলী তোফাইল মিয়া জানান শনিবার গভীর রাত থেকে চাম্বল এলাকার বেইলী ব্রীজটির পাটাতন দেবে যাওয়ার খবর পেয়ে দ্রুত মেরামতের জন্য শ্রমিক নিয়োগ করা হয়েছে। তবে কবে নাগাদ কাজ শেষ হবে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বেইলী ব্রীজের পাটাতন লাগাতে শ্রমিকদের যে সময়টুকু লাগে ওই সময় পর্যন্ত যাত্রীদের কষ্ট করে যাতায়াত করতে হবে। খুব দ্রুত বেইলী ব্রীজ সংস্কার করে যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সওজ কর্তৃপক্ষ।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি জানান, বেইলী ব্রীজটি ভেঙে পড়লে তাৎক্ষণিক ভাবে এলাকাবাসীদের নিয়ে এবং সওজের সহযোগিতায় ব্রীজটি মেরামত কাজ শুরু করা হয়েছে।