বাঁশখালী টাইমস: বাঁশখালীর পশ্চিম চাম্বল ৭নং ওয়ার্ডের নাপিত পাড়ায় পরিধন, হারাধন ও সাধনের আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত বসতবাড়ি পরিদর্শন করছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মাওলানা জহিরুল ইসলাম।
গত (৩০ সেপ্টেম্বর) রবিবার বিকালে তিনি অগ্নিকান্ড এলাকা পরিদর্শনে যান। এসময় তার সাথে স্থানীয় নেতা আলী নেওয়াজ চৌধুরী ইরান, মর্জুতা আলী, মাওলানা বদরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের শান্তনা দেন এবং নগদ অর্থ সহায়তা করেন।
উল্লেখ্য, গত শনিবার রাতে পশ্চিম চাম্বলের নাপিতপাড়ায় অগ্নিকান্ডে ৩ বসতবাড়ি পুড়ে যায়।