বাঁশখালী টাইমস: চাকুরি জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে সারা বাংলাদেশের কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি’দের চলমান কর্মসুচির অংশ হিসেবে ২০, ২১ ও ২২ জানুয়ারী কর্মবিরতির ২য় দিনে ” সিএইচসিপি” বাঁশখালী শাখার উদ্যোগে কর্মবিরতি পালন অব্যাহত রয়েছে।
২১ জানুয়ারী, রবিবার সকাল ১০ টা থেকে বাঁশখালীতে কর্মরত ৩৭ জন ” সিএইচসিপি” বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন বাঁশখালী শাখার সভাপতি মইনুল ইসলামের সভাপতিত্বে সেক্রেটারী নেজাম উদ্দিনের সঞ্চালনায় বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কর্মবিরতি পালন অব্যাহত রাখে।
সভাপতি মইনুল বলেন, ” শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ”- শ্লোগান নিয়ে সারা বাংলাদেশে সাড়ে চার হাজার মুক্তিযোদ্ধা পরিবার সহ ১৩৮৬১ জন ” সিএইচসিপি” অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দক্ষতার সাথে প্রান্তিক জনগোষ্ঠিকে স্বাস্থ্য সেবা প্রদানের মাধ্যমে প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে গেলেও অাজ অবধি ” সিএইচসিপি’দের” চাকুরি জাতীয়করণ না করায় ১০ দফা দাবিতে সারা বাংলাদেশের ” সিএইচসিপি’রা ” শান্তিপুর্ণ ভাবে যুগপৎ অান্দোলন করে যাচ্ছে।
শান্তিপূুর্ণ কর্মবিরতিতে অারো বক্তব্য রাখেন, অর্থ সম্পাদক অাক্তার হোসেন, মহিলা সম্পাদিকা রেশমী বড়ুয়া, কার্যকরী কমিটি সদস্য দিদার হোছাইন ও রোকসানা সিরাজী।
এ অান্দোলনের ফলে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রায় ভেঙ্গে পড়েছে। তাই অনতিবিলম্বে সিএইচসিপি এসোসিয়েশনের দাবী মেনে নিয়ে সিএইচসিপিদের জাতীয় বেতন স্কেল ১১ তম গ্রেডে উন্নিতকরণ, স্থায়ী কল্যাণ তহবিল গঠন, বাৎসরিক বকেয়া ইনক্রিমেন্ট,রেস্ট এন্ড রিক্রিয়েশন ভাতা সুবিধা প্রদান, মৃত্যুকালীন অনুদান ৫ লক্ষ টাকায় উন্নিতকরন, উপজেলা কো-অর্ডিনেটর নিয়োগ সহ ১০ দফা দাবী মেনে নেওয়ার অাহ্বান জানান।