BanshkhaliTimes

চাকরির অভাব নাকি কর্মীর অভাব

BanshkhaliTimes

প্রচুর বেকার কিন্তু কাজ নেই। যা কাজ আছে অভিজ্ঞতা চায় প্রতিষ্ঠান থেকে। কিন্তু এ যুগের সেলফি প্রবণ এবং দারুনভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপ্লবী প্রজন্ম কোথায় অভিজ্ঞতা পাবে ??

তাদের প্রতি আমার সবসময়ের পরামর্শ থাকে লেগে যাও যে কোন কাজে এবং কাজটা ভালবেসে কর, তবে একটা জায়গা তৈরি করে নিতে পারবে বা একটা জায়গা তোমাকেই খুঁজে নেবে। বিশ্বাস হয় না?
এই রকম রেফারেন্স বা উদাহরণ অনেক দেওয়া যাবে, কিন্তু আমি সেদিকে যাব না। আমি আজকে বলব এই দুর্যোগেও প্রচুর কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হচ্ছে। আমাদের দক্ষিণ চট্টগ্রামে আনোয়ারায় অবস্থিত কোরিয়ান ইপিজেড কর্মসংস্থানের অপার সম্ভাবনার দুয়ার খুলেছে। আমি দেখেছি প্রত্যন্ত অঞ্চল থেকে পরিবহণের মাধ্যমে লোকজন ভোরেই কাজে চলে আসতেছে যারা একসময় গল্প গুজব বা পরচর্চা করে সময় কাটাত। তবে কথা হচ্ছে ঘরে বসে থাকলে তো কেউ যেচে কাজ দেবে না এবং যেচে কাজ দেওয়ার বিড়ম্বনা অনেক। সে যাই হউক আমি বলছি যারা পড়া লেখা শেষ করে বেকার বসে আছ বা ফেসবুক বিপ্লবী হয়েছ তাদের উদ্দেশ্যে!! যে কোন কিছুতে লেগে যাও, দেশে শিক্ষিত ছেলেমেয়ের জন্য কিউসি সেক্টরে অপার সম্ভাবনা রয়েছে কারণ গুনগত মান নিশ্চিত ছাড়া পৃথিবীতে কিছুই চলে না। আমি এক সময় কিউ সি হিসেবে কাজ করেছিলাম এবং গার্মেন্টস সেক্টরে কিউ সি থেকে শেখার সুযোগ সবথেকে বেশি। কিউ সি সেক্টর হচ্ছে পোশাক শিল্পের প্রাথমিক বিশ্ববিদ্যালয়।
আজকে আমার অভিজ্ঞতা থেকে H&M সাপ্লাইয়ারদের min Requirements (MR) কি কি সেই ব্যাপারে আলোচনা করব, যারা আগ্রহী খেয়াল করতে পার আর যারা এই বিষয়ে জান তারা এড়িয়ে গেলেই ভাল!

#Minimum_Requirements (MR) of H&M for Supplier

Minimum Requirement MR হচ্ছে একটি অর্ডার কোন ফেক্টরিতে প্লেইস এ প্লেইস করার পূর্বশর্ত ও কাস্টোমারের চাহিদা মিট করে নির্দিষ্ট সময়ে শিপমেন্ট করা প্রক্রিয়া বিশেষ । এটি H&M. বায়ারের এর ক্ষত্রে Requirement For Quality System

MR কে তিন ভাগে ভাগ করা যায়

MR-1 MR-1 হচ্ছে কোন অর্ডার ফাস্ট কোন ফেক্টরিতে প্লেইস করার পুর্বে উক্ত ফেক্টরিকে কি কি শর্তগুলি অত্যাবশকীয় পালন করতে হবে।

MR-২ MR-২ হচ্ছে কোন অর্ডার প্রডাকশন স্টেইজ থেকে শুরু করার পুর্বে যে সমস্ত শর্তাবলি ফেক্টরি গুলি পুরন করবে তার বিবরন

MR-3 MR-3 হচ্ছে কোন কিছু সাধারন রিকয়ারমেন্ট সব H&M গ্রুপের জন্য যা সাধারণ অন্তর্ভুক্ত হবে

#MR-1
১. লাইট বক্সে সকল সেড টেস্ট করা হয় কিনা এবং লাইট বক্স পর্যাপ্ত অন্ধকার ছিলো কিনা তা চেক করে দেখা?

২. বায়ারের দেয়া স্টেন্ডার্ড / নমুনার সাথে প্রডাকশনের সাথে সেড ঠিক আছে কিনা এবং তিনটি লাইট সোর্স দ্বারা তা নিশ্চিত হয় কিনা?

৩. লাইট বক্সে লাইট সোর্স TL 83, D65,ALight UV Light আছে কিনা?

৪. TL 83, D65 লাইট সোর্স 100-1300 A Light 800-1000 ঘন্টা পর পরিবর্তন করা হয় কিনা?

৫. 4 Point সিস্টেমে ২ জনের দ্বারা প্রতি ২ ঘন্টা পর পর কন্টিনিউয়াস পরিবর্তন করে কন্টিনিউয়াস ইন্সপেকশন করা হয় কিনা এবং কন্টিনিউয়াস রেকর্ড রাখা হয় কিনা?

৬. গ্রহনযোগ্য কাপড় হতে শতকরা ১০ ভাগ / ১০০০ মিটার হলে সম্পূর্ণ কাপড় পর্যবেক্ষণ করা হয় কিনা?

৭. মালামাল ইন্সপেকশন করা হয় কিনা এবং রেকর্ড রাখা হয় কিনা?

৮. ফেব্রিক / র ম্যাটেরিয়াল আদ্রতা নিরোধক, পর্যাপ্ত বাতাস চলাচল করে দেয়াল থেকে দূরে কিনা প্যালেটের উপর ঢাকা অবস্থায় রাখা হয় কিনা জেনে নিন।

৯. শিশুদের পোশাক তৈরী কারী প্রতিষ্ঠান BTN Mc এবং টুলস আছে কিনা?

১০. প্রতিদিন ৪ ঘন্টা অন্তর অন্তর ৯০ নিউটনে বাটন রিভেট টেস্ট করা হয় কিনা।

১১. তারিখ, সময় দস্তখত মেশিন নং পরিক্ষিত পোষাকে দেখা হয় কিনা এবং তা ৬ মাস আলাদা স্থানে লক করে রাখা হয় কিনা?

১২. কারখানার সুইং এবং ধারালো যন্ত্র H&M এর বিধির সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা?

১৩. বাটন লক স্টিচ লক মেশিন দ্বারা লাগানো হয় কিনা?

১৪. কারখানার সুইং এবং ধারালো সমগ্রী H&M এর বিধি অনুযায়ী চেক করা হয় কিনা ?

১৫. এক্ষত্রে ৯ পয়েন্ট সিস্টেম দ্বারা Needle Detection Machine দিনে তিনবার চেক দেয়া হয় কিনা?

১৬. পরীক্ষার পর মেটাল ফ্রি জোনে কার্টুন করা হয় কিনা ?

১৭. রিজেক্ট আইটেম লক বক্সে রাখা হয় কিনা ?

১৮. পরিপূর্ণ কার্টুন আদ্রতা নিরোধক স্থানে দেয়াল থেকে দূরে কিনা প্যালেটের উপর ঢাকা অবস্থায় রাখা হয় কিনা জেনে নিন।

#MR-2

১.QC Team ইনডিপেন্ডেন্টলি উচ্চ পর্যায়ের কর্মকর্তা কর্তৃক পরিচালিত হয় কিনা ?

২. প্রতি লাইনের ডুপ্লিকেট CS আছে কিনা?

৩. কাপড়ের সেড চেক করা হয় কিনা এবং তা H&M এর বিধি অনুযায়ী করা হয় কিনা?

৪. সকল দায়িত্বশীল কর্মকর্তা দ্বারা পিপি মিটিং করা হয় কিনা?

৫. কাপড়ের স্রিংকেজ টেস্ট করা হয় কিনা স্রিংকেজ রিপোর্ট রাখা হয় কিনা?

৬. স্রিংকেজ রিপোর্ট অনুযায়ী প্যাটার্ন ঠিক করা হয় কিনা?

৭. অভ্যান্তরিন QC সিস্টেম RQS এর সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা?

৮. H&M এর বিধি অনুযায়ী নিকেল টেস্ট করা হয় কিনা?

৯. পোষাক পরিস্কার এবং শুস্ক কিনা?

১০. মালামাল রাখার স্থান আদ্রতা নিরোধক এবং শুস্ক কিনা?

১১. পোকামাকড় যাতে প্রবেশ না করতে পারে সে দরজায় এবং জানালার আলাদা নেট আছে কিনা?

১২. সরাসরি ফ্লোরে পোষাক রাখা হয় কিনা?

১৩. আলাদা স্থানে খাবার রাখা হয় কিনা খাবার জন্য নির্ধারিত স্থান আছে কিনা ?

১৪. শিপমেন্টের আগে AQL এর নিয়ম মতো পরীক্ষা করা হয় কিনা?

#MR- 3
১. স্যাম্পল রেস্পন্সিবল?

২. স্যাম্পল প্রসিডিওর একচুয়াল টু স্যাম্পল গাইডলাইন (অটাম সিজন 2013)?

৩. প্রডাকশন স্যাম্পল?

৪. কিভাবে পরিমাপ করা হয়?

৫. H&M এর গ্রুপ দ্বারা সাপ্লাইয়ারদের র ম্যাটেরিয়াল এর রিকয়ারমেন্ট কোয়ালিটি ফলোআপ করা কিনা ?

৬. কোয়ালিটি এসউরেন্স?

৭. H&M এর সব আইটেমের জন্য এপ্লিকেবল মিনিমাম ম্যানুফেকচারিং রিকয়ারমেন্ট?

৮. মাইনর – মেজর – ক্রিটিকাল ডিফেক্ট?

আজকে এতটুকু, লেখা বড় হয়ে গেলে পাঠক ধৈর্য্য হারাবে কারণ যাদের উদ্দেশ্যে লেখা তারা বড়ই অস্থির।

লিখেছেন- এয়ার মো. জুয়েল তাজিম, একটি স্বনামধন্য কোম্পানির কারখানা ব্যবস্থাপক

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *