বাহারছড়া প্রতিনিধি: চাঁপাছড়ি আল-ফালাহ যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল ২৯ সেপ্টেম্বর বিকাল ৩ টায় নজর মোহাম্মদ চৌধুরী বাড়ি মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
আল-ফালাহ যুব সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসাইন ফরহাদ এর সভাপতিত্বে সেক্রেটারি এইচ এম সাজ্জাদ হোসাইনের পরিচালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে আরো উপস্থিত ছিলেন আল-ফালাহ যুব সংগঠনের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দসহ আরো অনেকেই।
কুইজ প্রতিযোগিতায় সিনিয়র জুনিয়র দুভাগে মোট ১০ জনকে পুরস্কৃত করা হয়। সিনিয়র গ্রুপ থেকে প্রথম স্থান অধিকার করেন পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রিয়াদুল আলম, জুনিয়র গ্রুপ থেকে প্রথম স্থান করেছেন দারুল ইসলাম দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী মুসলিমা বিনতে হোসাইন মিকাত।