সাখাওয়াত হোসাইন ফরহাদ: বাহারছড়া ইউনিয়নের চাঁপাছড়ি গ্রামের প্রধান সড়কটি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে।
জানা গেছে, সড়কটি নির্মাণের পর থেকে আজ পর্যন্ত সংস্কার কাজে হাত দেয়া হয়নি। কয়েক দিন আগের টানা বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে সড়কের বেশির ভাগ অংশ। বৃষ্টি না হলেও জোয়ারের পানিতে প্রায় সময় ডুবে থাকে এলাকার হাজার হাজার অধিবাসীর চলাচলের এ প্রধান সড়কটি।
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সৃষ্টি হয়েছে ছোটবড় অসংখ্য গর্ত। অকেজো হয়ে পড়েছে কালভার্টগুলোও। যেকোন সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা।
বিশেষ করে পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়ের সড়কটির অবস্থা খুবই নাজুক।
সড়কের এই দুর্দশা থেকে মুক্তি পেতে অবিলম্বে জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।