চাঁদ খলিফার পাড়া তরুণ একতা সংঘ কর্তৃক আজ চন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। আবদুল্লাহ মোঃ রিয়াদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিল আফরোজ সুলতানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা খদিজা বেগম, সহকারী শিক্ষক ফয়েজ আলম। আরো উপস্থিত ছিলেন চাঁদ খলিফার পাড়া তরুণ একতা সংঘ ক্লাবের পরিচালনা কমিটির সদস্য মাহবুবুল আলম, এহছান হাবীব, হাফেজ মোঃ মোরশেদুল আলম এবং এন,মোঃ সায়েম সহ অত্র ক্লাবের সকল সদস্য। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্য বিভিন্ন উৎসাহমূলক বক্তব্য রাখেন। পরে শিক্ষা সামগ্রী বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়।
প্রেস বিজ্ঞপ্তি