BanshkhaliTimes

চাঁদ খলিফার পাড়া তরুণ একতা সংঘের শীতবস্ত্র ও খাবার বিতরণ

BanshkhaliTimes

মুহাম্মদ আফনান চৌধুরী, বাঁশখালী: বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চন্দ্রপুর চাঁদ-খলিফার পাড়া তরুণ একতা সংঘের উদ্যােগে সকাল ১০টায় পবিত্র কুরআন তেলওয়াতের মধ্যে দিয়ে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়। আব্দুল্লাহ মাহমুদ রিয়াদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ডা. মোঃ মোস্তাফিজুর রহমান (এমবিবিএস, এমডি – কার্ডিওলজি) কনসালটেন্ট – চট্টগ্রাম ইমপেরিয়াল হাসপাতাল, প্রধান মেহমান হিসেবে প্রফেসর কমরুদ্দিন আহমদ, বিশেষ অতিথি হিসেবে আব্দুল কাদের কোম্পানি, ৪নং ইউপি সদস্য মোঃ আমজাদ হোসেন, ৫নং ইউপি সদস্য সিরাজুল হক, সার্ভেয়ার মফিজুর রহমান, মহিউদ্দিন মাহি ও ছাত্রনেতা জিয়াদ সিকদার। এতে প্রধান অতিথির বক্তব্যে ডা. মোস্তাফিজুর রহমান বলেন, সামাজিক কাজে এই তরুণদেরকে এগিয়ে আসতে হবে। না হয় সমাজের ঐতিহ্য হারিয়ে যাবে, আমি আজীবন আপনাদের সাথে আছি, থাকব এবং ভবিষ্যতে আপনাদের যেকোনো সমস্যা-সহযোগিতায় আপনাদের সাথে আছি। আমি সামাজিক কাজে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা লাইব্রেরি করে দেবো এবং আপনাদের সংগঠনের মজবুতিকরণে একটা অফিস নির্মাণের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা এমন একটা মহৎ উদ্যােগ নেওয়ার জন্য। আপনাদেরকে অনুরোধ করব আপনারা সমাজ বিনির্মাণে আরো ঐক্যবদ্ধ থাকবেন। এইসব কাজ ধরে রাখার চেষ্টা করবেন, আর আপনারাই পারবেন এই সমাজকে পাল্টিয়ে দিতে। এতে অত্র সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাহবুবু আলম (সাধারণ সম্পাদক), এহসান হাবিব (সাংগঠনিক সম্পাদক), হাফেজ মুহাম্মদ মোরশেদ (অর্থ সম্পাদক), এন. মুহাম্মদ সায়েম (প্রচার সম্পাদক), হাফেজ জুনায়েদ, হিরু, রবিউল আলম, রিদুয়ানুল হক, আরফাত উদ্দিন, আব্দুল গফুর ও মিফতাহ্ প্রমুখ।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *