BanshkhaliTimes

চাঁদা না পেয়ে আইনজীবীকে হত্যার হুমকি

BanshkhaliTimesবাঁশখালী টাইমস প্রতিবেদক: চট্টগ্রামের বাঁশখালীতে আইনজীবীকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। হুমকির শিকার আইনজীবী আনিসুল ইসলাম শনিবার (২২ জুন) সকালে বাদি হয়ে স্থানীয় ৩ জনের নাম উল্লেখ করে বাঁশখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পৌর সদরের ৪ নম্বর ওয়ার্ডের চুম্মাপাড়া এলাকার বাসিন্দা অ্যাডভোকেট আনিসুল ইসলাম চট্টগ্রাম জজ কোর্টে কর্ম উপলক্ষে দীর্ঘদিন যাবৎ সপরিবারে চট্টগ্রাম শহরে বসবাস করে আসছেন। প্রতি বছর দুই ঈদে নিজ বাড়িতে আসলে স্থানীয় কতিপয় ব্যক্তি তাদের কাছ থেকে অহেতুক চাঁদা দাবি করতো। এরই পরিপ্রেক্ষিতে গত ঈদেঅ্যাডভোকেট আনিসুল ইসলাম সপরিবারে বাড়িতে আসলে পুনরায় মোটা অংকের চাঁদা দাবি করে স্থানীয় কতিপয় দুষ্কৃতকারী। তাদের দাবিকৃত চাঁদার টাকা না দিয়ে অ্যাডভোকেট আনিসুল ইসলাম পুনরায় চট্টগ্রাম শহরে চলে গেলে দুস্কৃতকারীরা তার বসতবাড়ির ব্যক্তিগত চলাচলের রাস্তাটি কেটে দেয় এবং মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি ধমকি প্রদান করে।
এ ব্যাপারে অ্যাডভোকেট আনিসুল ইসলাম বাদি হয়ে শনিবার সকালে স্থানীয় বেলাল উদ্দীন, আজগর হোসেন ও মো. জয়নালের বিরুদ্ধে বাঁশখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অ্যাডভাকেট আনিসুল ইসলাম জানান, অভিযোগে উল্লেখিত ব্যক্তিদের দাবিকৃত চাঁদার টাকা না দিলে তারা আমাকে সপরিবারে প্রাণনাশের হুমকি প্রদান করে এবং আমার বসতঘরের চলাচলের রাস্তাটি কেটে দেয়।

এ ব্যাপারে বাঁশখালী থানার দায়িত্বরত কর্মকর্তা এএসআই রমজান আলী জানান, অ্যাডভোকেট আনিসুল ইসলামকে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *