BanshkhaliTimes

চবিতে বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশনের ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। গত রবিবার বহদ্দারহাটস্থ ক্রিয়েটিভ পার্কে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের অধ্যায়নরত প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক পূর্বদেশ পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান। তিনি বলেন, একটি পিছিয়ে পড়া জনপদকে এগিয়ে নিতে হলে শিক্ষার ভূমিকা অপরিসীম। তাই আমাদেরকে সুশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী তৈরিতে অত্যাধিক মনোযোগ দিতে হবে। তবে অবশ্যই এ শিক্ষা বিজ্ঞান ভিত্তিক ও সমাজিক মূল্যবোধ সৃষ্টিতে হবে সহায়ক।

সংগঠনের সভাপতি খালিদ হাসান চৌধুরী জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও লোক প্রশাসন বিভাগের অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ। সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল করিম জুয়েল এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মহিউদ্দিন মাহিম, এসোসিয়েশনের সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অর্ণব দাশ, তানজিলা নাসরিন তানিয়া, ছাবেকুর নাহার সাবাই, মাহামুদ, আরিফ, মুহাম্মদ আরাফাত, নজরুল ইসলাম, অজয় সিকাদার, সৈয়দা সাইমা হোসেন কচি, শতাব্দী দেব, ফারজানা আফরোজ শাপলা, তাহমিনা আক্তার, আব্দুল মোমেন, মনিরুল ইসলাম, তামজি ইসলাম, আরিফউল্লাহ, শেখ আহাদুল আকবর, মোহাম্মদ হুমায়ূন উদ্দিন, মোরশেদুল হক, অমিত বিশ্বাস, জাবেদ ইকবাল ও আব্দুল ওয়াহেদ প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *