বিশেষ প্রতিবেদক, বাঁশখালী টাইমস: চতুর্থবারের মতো বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি নির্বাচিত হয়েছেন বাঁশখালীর কৃতি সন্তান, বিশিষ্ঠ শিল্পোদ্যোক্তা আলহাজ্ব মুজিবুর রহমান সিআইপি। একই সাথে দ্বিতীয় বারের মতো সিআইপি নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন স্মার্ট গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাফিজুর রহমান।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুই সহোদরের সিআইপি নির্বাচিত হওয়ার ঘোষণাসহ এক পত্র আজ সন্ধ্যায় পাঠানো হয়েছে।
বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক রপ্তানী বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য চিটাগাং ডেনিম মিলস লিমিটেডের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানকে টেক্সটাইল খাতে এবং স্মার্ট জিন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানকে গার্মেন্টস শিল্প খাতে সিআইপি নির্বাচিত করা হয়েছে।
এ প্রসঙ্গে মুজিবুর রহমান সিআইপি বাঁশখালী টাইমসকে বলেন- আল্লাহর কাছে লক্ষ-কোটি শোকরিয়া তিনি আমাকে ও আমার পরিবারকে আবারও সম্মানিত করেছেন। বাঁশখালীবাসীর কাছে আমি দোয়া চাই, আমি যেন বাঁশখালীর সেবা করার সুযোগ পাই।
আগামী ১২ নভেম্বর বিকাল ৩ টায় ঢাকাস্থ হোটেল সোনারগাঁও’র বল রুমে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য সংবর্ধণায় আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে বলে জানা গেছে।