২৮ জানুয়ারি চট্টগ্রাম সেন্ট্রাল শপিং সেন্টারে উদ্বোধন হলো ‘চট্টমেট্রো আইটি সল্যুশন’র। বিভিন্ন কম্পিউটার পণ্য ও তার অানুষঙ্গিক পণ্যের সমাহার নিয়ে সেবা দিতে এসে এই প্রতিষ্ঠান। কোরআন খতমের মাধ্যমে শুভ উদ্বোধন হওয়া এই শপের উদ্বোধনকালে ছিলেন সেন্ট্রাল শপিং সেন্টারের সভাপতি অনুপ কুমার, সেক্রেটারি মাওশিল নুর মিতু, স্মার্ট টেকনোলজি প্রা. লিমিটেডের ব্রাঞ্চ ইনচার্জ খায়রুল আনাম ইমনসহ আরো অনেকে।
চট্টমেট্রো আইটি সল্যুশন’র ম্যানেজিং ডিরেক্টর হামিদুল ইসলাম জানান, “তিনটি দোকান নিয়ে গ্রাহকদের সেবা প্রদানার্থে আমরা আইটি সেবা নিয়ে এসেছি। তৃতীয় তলায় বড়সড় পরিসরে আমরা দোকানটা সাজিয়েছি। কাস্টমারকে পরিপূর্ণ সেবা দিতে আমরা প্রস্তুত। যেকোনো পণ্য আমরা সাশ্রয়ীমূল্যে গ্রাহকদের হাতে তুলে দিবো”।