BanshkhaliTimes

চট্টগ্রাম সমিতি ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী বাঁশখালীর ফরিদুল আলম

BanshkhaliTimes

বাঁশখালী টাইমস: ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন চট্টগ্রাম সমিতি ঢাকার নির্বাহী পরিষদ নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে লড়ছেন বাঁশখালীর কৃতি সন্তান মো. ফরিদুল আলম। তিনি চট্টগ্রাম সমিতি ঢাকার বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক। এর আগে তিনি আন্তর্জাতিক সম্পাদক ও নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

মো. ফরিদুল আলম অর্থনীতি বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন। ছাত্রজীবন থেকেই সমাজসেবা ও সামাজিক সংগঠনের সাথে যুক্ত। তিনি বাঁশখালী সমিতি ঢাকা সহ বিভিন্ন সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে ওতপ্রোতভাবে জড়িত আছেন। তাঁর সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে ইতোমধ্যে বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান করে নিয়েছেন।
মো. ফরিদুল আলম একজন সফল উদ্যোক্তা, ব্যবসায়ী হিসেবেও রেখেছেন মেধার স্বাক্ষর। তিনি ওশান শীপ বিল্ডার্সের পরিচালক ও ইউসিবির বাঁশখালী এজেন্ট ব্যাংকিং শাখার সত্ত্বাধিকারী। তাঁর নিজবাড়ি বাঁশখালীর সাধনপুর ইউনিয়নে।

আগামী ২৭ ডিসেম্বর রাজধানীর তোপখানা রোডস্থ চট্টগ্রাম ভবনে অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি সবার দোয়া ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *