মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তীকে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন বাঁশখালী সমিতি চট্টগ্রামের নেতৃবৃন্দ। তিনি ইতোপূর্বে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
আজ ৩১ জানুয়ারি ২০২০ ইং সন্ধ্যায় তাঁর বাসভবনে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বাঁশখালী সমিতি চট্টগ্রামের সহ সভাপতি মোসলেহ উদ্দিন মনসুর, সাধারণ সম্পাদক লায়ন এম আইয়ুব, অর্থ সম্পাদক লায়ন নাসিমুল আহসান চৌধুরী জুয়েল পিএমজেএফ, সাংগঠনিক সম্পাদক আবু ওবাইদা আরাফাত প্রমুখ।
এ সময় নবনিযুক্ত শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী বলেন- ‘চট্টগ্রামে শিক্ষার মান উন্নয়নে আরেকটি নতুন সুযোগ পেলাম। বাঁশখালী সমিতি চট্টগ্রামের শিক্ষক কর্মশালার মধ্য দিয়ে এ সংগঠনের সাথে আমার সম্পর্ক। সমাজ ও শিক্ষা নিয়ে আপনাদের যেকোন উদ্যোগে আমি পাশে থাকবো।’
প্রেস বিজ্ঞপ্তি