BanshkhaliTimes

চট্টগ্রাম রেলস্টেশনকে মৌলভী সৈয়দের নামে নামকরণের দাবি

BanshkhaliTimes

মুক্তিযুদ্ধে চট্টগ্রাম শহর রণাঙ্গণে গেরিলা বাহিনীর প্রধান ও বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে প্রথম আত্মদানকারী বীরমুক্তিযোদ্ধা শহীদ মৌলভী সৈয়দের নামে চট্টগ্রাম রেলস্টেশন নামকরণের দাবিতে জনতার এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বিকাল ৪টার দিকে নগরীর গোসাইলডাঙ্গা মিষ্টিমুখ ক্লাবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোয়াত জাহাজ অবরোধের অগ্রনায়ক নবী চৌধুরী সুযোগ্য সন্তান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চারবারের নির্বাচিত কাউন্সিলর এবং মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী। সংগঠনের সহ-সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বীর চট্টলার অবিসংবাদিত নেতা জহুর আহম্মদ চৌধুরীর সন্তান জসিম উদ্দিন চৌধুরী। সংগঠনের যুগ্ম সম্পাদক একেএম মহিউদ্দীন চৌধুরী মহিমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় আইন বিষয়ক উপ কমিটির সদস্য ও সংগঠনের সহ-সভাপতি ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান, সাধারণ সম্পাদক ফারুক আবদুল্লাহ, অর্থ সম্পাদক শওকত মোহাম্মদ মাসুম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের উপদেষ্টা মো. মাহফুজ, সহ সভাপতি নূর হোসেন দুলাল, শ্রম সম্পাদক মো. মোরশেদ, বন্দর থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. সোহেল চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, সহ সভাপতি মো. রফিক, জাহাঙ্গীর আলম তালুকদার ও কাওসার আলম, সহ সাংগঠনিক সম্পাদক নূর নবী সোহেল।
অনুষ্ঠানে সংগঠনের সদস্য মো. হাবীব, চৈতি বসু, সাঈদুল ইসলাম ইরফান, মুক্তিযোদ্ধার সন্তান ইকবাল সরকার ও ফয়সালসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বীর মুক্তিযোদ্ধা শহীদ মৌলভী সৈয়দের নামে চট্টগ্রাম রেলস্টেশন নামকরণের জন্য জোর দাবি জানান। সেই সঙ্গে তারা মৌলভী সৈয়দের জীবন, আদর্শ, সংগ্রাম, নীতি ও আত্মত্যাগের কথা তুলে ধরেন।
বিজ্ঞপ্তি

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top