BanshkhaliTimes

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য হলেন এড. জিয়া উদ্দিন

BanshkhaliTimes

আবু ওবাইদা আরাফাত, বাঁশখালী টাইমস: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বাঁশখালী সমিতি চট্টগ্রামের সহ সভাপতি বাঁশখালীর কৃতিসন্তান এডভোকেট এ এইচ এম জিয়া উদ্দিন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবার মান উন্নয়নের লক্ষ্যে সম্প্রতি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি হয়েছে। এতে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীরকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।

চট্টগ্রামের বিশিষ্ট পেশাজীবীদের সমন্বয়ে গঠিত এই কমিটিতে স্থান পাওয়ায় বিভিন্ন মহলের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন বাঁশখালীর এই কৃতিসন্তান।

এ প্রসঙ্গে তিনি বাঁশখালী টাইমসকে বলেন- ‘সরকারি হাসপাতালে রোগীদের কল্যাণ ও সুচিকিৎসা নিশ্চিতকরণে এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়৷ এই কমিটির একজন সদস্য হিসেবে আমি আমার অবস্থান থেকে ভূমিকা রাখবো ইনশা আল্লাহ।’

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *