চট্টগ্রাম বিভাগের প্রতিনিধিত্ব করেছেন এম এ সালাম

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে চট্টগ্রাম বিভাগ থেকে প্রতিনিধি হিসেবে একমাত্র বক্তব্য দেয়ার সুযোগ পেয়েছেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জেলার সাংগঠনিক লিখিত প্রতিবেদন উপস্থাপনকালে তিনি বলেন, ‘২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরের জন্য আপনি কাজ করে যাচ্ছেন। তাই আজকের এ সম্মেলন অনেক গুরুত্ব বহন করে। যাদেরকে নিয়ে আপনি কাজ করতে পারবেন তাদের নিয়ে আপনি কমিটি গঠন করুন।’
তিনি বলেন, ‘চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব আপনি নিজের হাতে নিয়েছেন। চট্টগ্রামসহ সারাদেশ আপনার সুযোগ্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। আপনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কাজ করছেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশের স্বাধীনতা পেয়েছি। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা করার। কিন্তু তিনি তা করে যেতে পারেননি। ঘাতকরা তাকে হত্যা সেই স্বপ্ন বাস্তবায়ন হতে দেয়নি। আপনি আজকে বঙ্গবন্ধুর সেই অসমাপ্ত কাজ বাস্তবায়ন করে চলেছেন। সেই সাথে জাতির মর্যাদা হিমালয়ের চূড়া-সমান উচ্চতায় নিয়ে গেছেন।’
সূত্রঃ পূর্বকোণ

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *