BanshkhaliTimes

চট্টগ্রাম জেলা প‌রিষদের ‘সদস‌্য’ পদে প্রার্থী হলেন সাংবাদিক কল্যাণ বড়ুয়া

BanshkhaliTimes

চট্টগ্রাম জেলা প‌রিষ‌দের নির্বাচন আগামী ১৭ অ‌ক্টোবর ২০২২ ইং অনু‌ষ্ঠিত হ‌বে । জেলা প‌রিষ‌দের বাঁশখালী আস‌নের সদস‌্য প‌দে ম‌নোনয়ন পত্র দা‌খিল ক‌রেন গণমাধ্যম ও উন্নয়নকর্মী কল‌্যাণ বড়ুয়া । বৃহস্প‌তিবার সকা‌লে তি‌নি চট্টগ্রাম ‌জেলা সি‌নিয়র নির্বাচন কর্মকর্তার কার্যাল‌য়ে ম‌নোনয়ন পত্র দা‌খিল ক‌রেন । এ সময় তার সা‌থে প্রস্তাবক সমর্থক সহ এলাকার সহকর্মী সাংবা‌দিকগণ উপ‌স্থিত ছি‌লেন। উ‌ল্লেখ‌্য সংবাদ ও উন্নয়ন কর্মী কল‌্যাণ বড়ুয়া দীর্ঘ‌দিন যাবত জাতীয় ও স্থানীয় দৈ‌নি‌কে সাংবা‌দিকতার পাশাপা‌শি নি‌জের অনলাইন পোর্টাল আজ‌কের বাঁশখালী সম্পাদনা ক‌রে আস‌ছে । এছাড়া বাঁশখালী একা‌ডে‌মির প্রধান নির্বাহী প‌রিচালক, ঘু‌র্ণিঝড় প্রস্তু‌তি কর্মসুচী (‌সি‌পি‌পি )র উপ‌জেলা স্বেচ্ছা‌সেবক সমন্বয়কারী, উপ‌জেলা শিল্পকলা একা‌ডে‌মির নির্বাহী সদস‌্য, বাঁশখালী বৌদ্ধ স‌মি‌তির সাধারণ সম্পাদক, বাঁশখালী প্রেস ক্লা‌বের সা‌বেক আহবায়ক ও সাধারণ সম্পাদক, বাঁশখালী ব্লাড ব‌্যাং‌কের উপ‌দেষ্টা সহ বি‌ভিন্ন সামা‌জিক সংগঠ‌নের এক‌নিষ্ট কর্মী হিসেবে কাজ ক‌রে যা‌চ্ছে। নিরপেক্ষ ও সাধারণ জনগ‌ণের অ‌ধিকা‌রের কথা বল‌তে জেলা প‌রিষদ নির্বাচ‌নে বাঁশখালী আস‌নের সদস‌্য প‌দে রায় দেওয়ার জন‌্য তি‌নি সংশ্লিষ্টদের আহবান জানান।
এ প্রসঙ্গে তিনি বাঁশখালী টাইমসকে বলেন- ‘দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার সুবাদে বাঁশখালীর আনাচে-কানাচে কোথায় কী আছে, কোথায় কারা উন্নয়ন বঞ্চিত তা আমার সুস্পষ্ট ধারণা আছে৷ আমি ভোটারদের রায় পেয়ে নির্বাচিত হলে জেলা পরিষদ প্রদত্ত উন্নয়ন কর্মসূচি সুষ্টুভাবে পরিচালনা করতে পারবো বলে দৃঢ় বিশ্বাস।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *