চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাঁশখালী সমিতি চট্টগ্রামের সহ সভাপতি বাঁশখালীর কৃতি সন্তান এডভোকেট এ.এইচ.এম জিয়াউদ্দিনকে ফুলেল শুভেচ্ছা তুলে দেন বাঁশখালী সমিতি চট্টগ্রামের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ সভাপতি মোসলেহ উদ্দিন মনসুর, সহ সভাপতি মো. সাহাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক লায়ন এম আইয়ুব, অর্থ সম্পাদক লায়ন নাসিমুল আহসান চৌধুরী জুয়েল পিএমজেএফ, সহ সাধারণ সম্পাদক নাফিজ মিনহাজ, সাংগঠনিক সম্পাদক আবু ওবাইদা আরাফাত, গণশিক্ষা সম্পাদক রাসেল জনিসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এডভোকেট এ.এইচ.এম জিয়াউদ্দিন বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের বর্ণাঢ্য আইনজীবী পরিবারের সন্তান৷ তাঁর পিতা এডভোকেট আবদুল সবুর ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মা মমতাজ সবুর ছিলেন একজন প্রখ্যাত সাহিত্যিক৷ তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্তমান বিচারপতি বোরহান উদ্দিনের ছোট ভাই।
উল্লেখ্য, ইতোপূর্বে তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।
শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাতে এডভোকেট এ.এইচ.এম জিয়া উদ্দিন বলেন- ‘যার যার অবস্থান থেকে বাঁশখালীর ভাবমূর্তি উজ্জ্বল করতে আমাদের এগিয়ে আসতে হবে। নিজের কাজটি সর্বোচ্চ আন্তরিকতার সাথে সম্পাদনের মধ্য দিয়ে মানুষ আত্মগঠন ও একই সাথে সমাজকে আলোকিত করতে সক্ষম হয়।’
প্রেস বিজ্ঞপ্তি