বাঁশখালীর কৃতি সন্তান, চট্টগ্রাম জেলার প্রাক্তন শিক্ষা অফিসার, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব আবুল হোসেন চৌধুরীর ২৪তম মৃত্যুবার্ষিকী গতকাল ১৮ই আগস্ট বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে।
এ উপলক্ষে মরহুমের ছেলে জনাব আকতার হোসেন গ্রামের বাড়িতে খতমে কোরআন, কবর জিয়ারত, দোয়া মাহফিল এবং স্মরণ সভার আয়োজন করেন।
মরহুম আলী মিঞা ও জামিলা খাতুনের জৈষ্ঠ্য পুত্র ১৯২৪ সালের ২রা ফেব্রুয়ারী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মনকিচর গ্রামে জন্মগ্রহন করেন এবং ১৯৯৬ সালের ১৮ই আগস্ট চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।
মরহুমের সকল শুভার্থীকে উক্ত দোয়া মাহফিল ও স্মরণ সভায় অংশগ্রহন করার জন্য পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।
উল্লেখ্য, অধ্যক্ষ আবুল হোসেন চৌধুরী চট্টগ্রাম কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, সরকারি মুসলিম হাই স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও শিক্ষকতা করেন। বাঁশখালী ইউনাইটেড উচ্চ বিদ্যালয়, মনকিচর প্রাথমিক বিদ্যালয় ও ডাকঘরের স্থপতি হিসেবেও এলাকায় অবদান রাখেন।
প্রেস বিজ্ঞপ্তি