বাঁশখালী টাইমস: দ্বিতীয়বারের মতো চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)-এর ডিরেক্টর নির্বাচিত হয়েছেন স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এবং চট্টগ্রামের বহুল প্রচারিত দৈনিক পূর্বদেশের সম্পাদক মুজিবুর রহমান।

চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত ব্যবসা এবং কর্পোরেট খাতে প্রতিনিধিত্বকারী শিল্প নেতৃত্বপ্রদানকারী একটি শিল্প পরিচালিত সংস্থা। এটি ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠান বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের কৌশলগত অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্রের প্রচারক এবং প্রধান প্রবক্তা হিসেবে কাজ করে।

এর আগে বহুবার সিআইপি নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান।
সমাজসেবার আলোকবর্তিকা মুজিবুর রহমান সিআইপি সারা বছর এলাকা ও এলাকার বাইরের অসহায়-দুস্থ লোকজনকে বিভিন্ন সহায়তা দিয়ে যান। রমজান মাসে বাড়ি বাড়ি পৌঁছে দেন ইফতারসামগ্রী। এছাড়াও মসজিদ-মন্দির-প্যাগোড়াসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রশস্ত চিত্তে দানের হাত বাড়িয়ে দেন। অসুস্থ রোগীর সহায়তায় বিভিন্ন অনুদান দেন।
এছাড়াও মানুষের কল্যাণে প্রায় সময় তাকে এগিয়ে আসতে দেখা যায়।