বাঁশখালী টাইমস: চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন ব্যাংকিং সেক্টরের কৃতিমুখ কামাল মোস্তফা চৌধুরী।
গতকাল সোমবার অনুষ্ঠিত সভায় ব্যাংকিং সেক্টরে দক্ষ ভূমিকার জন্য স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক হিসেবে তিনি এ পদে নির্বাচিত হন।
গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন- “আমার জন্মস্থান যেহেতু বাঁশখালী, আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো যাতে চেম্বার ঘোষিত প্রস্তাবিত অর্থনৈতিক জোন আমার এলাকা বাঁশখালীতে হয়।”
উল্লেখ্য তাঁর বাড়ি বাঁশখালীর গুনাগরী। তিনি ডলমপীর মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতাসহ বিভিন্ন শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকান্ডে ওতপ্রোতভাবে জড়িত।