BanshkhaliTimes

চট্টগ্রামে শিশুসাহিত্য উৎসব ও ছোটদের বইমেলা কাল শুরু

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির উদ্যোগে তিনদিনব্যাপী ‘শিশুসাহিত্য উৎসব ও ছোটদের বইমেলা ২০১৮’ আগামীকাল বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির গ্যালারি ভবনে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় উৎসব উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। খ্যাতিমান সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. অনুপম সেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচক থাকবেন অধ্যাপক আবুল মোমেন, আলী ইমাম, আমীরুল ইসলাম, আসলাম সানী, মারুফুল ইসলাম, আনজীর লিটন ও সৈয়দ সিরাজুল ইসলাম। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ‘শিশুসাহিত্য উৎসব ও ছোটোদের বইমেলা’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে আরো রয়েছে শিশুসাহিত্যের সাম্প্রতিক গতি-প্রকৃতি শীর্ষক সেমিনার, লেখা পাঠ, শিশুসাহিত্য পদক বিতরণ, আবৃত্তি প্রতিযোগিতা, নতুন বইয়ের পাঠ উন্মোচন, ছোটোদের বইয়ের প্রকাশনা বিষয়ে আলোচনা। সেমিনারের বিভিন্ন পর্বে আলোচনায় অংশ নেবেন ড. মাহবুবুল হক, রফিকুর রশীদ, সৈয়দ আল ফারুক, ওমর কায়সার, ফারুক হোসেন, মনি হায়দার, মোস্তফা হোসেইন, রহীম শাহ, আহসান মালেক, স.ম. শামসুল আলম, হাসনাত আমজাদ, পাশা মোস্তফা কামাল, কামরুজ্জামান কাজল, শুকলাল দাশ, আজিজ রাহমান, নাসের রহমান, সজল দাশ, অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া, অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশশিরা, আমিনুর রশীদ কাদেরী, মেহের আফরোজ হাসিনা, রোকেয়া হক, আমিনা রহমান লিপি, কাজী রুনু বিলকিস, জিনাত আজম, চৌধুরী ফরিদ, সৈয়দা রিফাত আকতার নিশু, নজরুল জাহান, মিজানুর রহমান শামীম, ড. সৌরভ শাখাওয়াত, জাকির হোসেন কামাল, শিবুকান্তি দাশ, রমজান মাহমুদ প্রমুখ।
বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি পদক ২০১৮ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, আলোচক থাকবেন ড. আনোয়ারা আলম, নেছার আহমদ ও প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া।
পদক পাবেন : বিপুল বড়ুয়া, দীপক বড়ুয়া, এমরান চৌধুরী, উৎপলকান্তি বড়ুয়া, সৈয়দ খালেদুল আনোয়ার, জসীম মেহবুব, মাহবুবুল হাসান ও অরুণ শীল। তিনদিনের লেখা পাঠ পর্বে সভাপতিত্ব করবেন এয়াকুব সৈয়দ, মর্জিনা আখতার, মৃণালিনী চক্রবর্তী, আমান উদ্দিন আবদুল্লাহ ও দীপালী ভট্টাচার্য। মেলায় ৩০% কমিশনে বই বিক্রি হবে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *