চট্টগ্রাম প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগরে হামলার ঘটনার জন্য তীব্র সমালোচনায় থাকা স্থানীয় সংসদ সদস্য ও সরকারের মৎস্য মন্ত্রী ছায়েদুল হকের কুশপুত্তলিকা দাহ করেছে চট্টগ্রাম ঐক্যবদ্ধ সনাতনী যুব সমাজ।
মঙ্গলবার(৮ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে হিন্দু সম্প্রদায়ের ১৮টি সংগঠনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ বিক্ষোভ মিছিল নিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ঝড়ো হয়। ঐক্যবদ্ধ সনাতনী যুব সমাজের আহবায়ক রিপন দাশ শেখরের সভাপতিত্বে ২১ নম্বর জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, হিন্দুরা হল আপনার মা। আমরা আপনাকে অনেক অনেক ভালোবাসি।আপনার পাশে থেকে যারা আপনার ক্ষতি করছে তাদের প্রতিহত করুন। আমদেরকে আরো মারধর করুন; আমাদেরকে নির্যাতন করুন। আমরা স্বাধীন বাংলাদেশ ছেড়ে ভারতে যাবো না।
তিনি আরো বলেন,হিন্দুরা এদেশে সংখ্যালঘু না; মুসলিমরাও এ দেশে সংখ্যালঘু না।মন্দিরে,মসজিদে হামলাকারীরা ছিল হাতে গুনা কয়েক জন।সংখ্যালঘু তারা যারা মন্দিরে মসজিদে হামলা করে।
সভাপতির বক্তব্যে রিপন দাশ শেখর বলেন,কুলাঙ্গার মৎস্য মন্ত্রী ছায়েদুল হক বলেছে মালাউন।তার জন্মের ঠিক ছিল না বলে সে হিন্দুদের মালাউন বলেছে।আমরা তার পদত্যাগ দাবি করছি।অবিলম্বে তার শাস্তি দাবি করছি।
তিনি আরো বলেন,আমরা আগামী ৩০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত সময় দিচ্ছি।সে সময়ের মধ্যে যদি ছায়েদুল হক ও হামলাকারীদের শাস্তি দেওয়া না হয় তাহলে ৩০ নভেম্বর ১২টা ১ মিনিটে চট্টগ্রামে ৪১টি ওয়ার্ডের ৪১ হাজার কর্মী দিয়ে মহা আন্দোলনের লক্ষ্যে মাঠে নামবে।
তিনি আরো বলেন,হামলায় ক্ষতিগ্রস্থ লোকদের প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতি পুরণ দিতে হবে।
বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন,অনুপ বিশ্বাস,লিটন শীল,অমীত শেঠ,অনুপ বিশ্বাস,কমল ঘোষ,লিপ্টন দেবনাথ নিপু,অনুধাপ মজুমদার,অনুপম দাশ,অভিজিৎ বুদ্ধ প্রমুখ।