চট্টগ্রামের মহীয়সী নারী বেগম রুনু সিদ্দিকীর স্মরণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধি: বাঁশখালী তথা চট্টগ্রামের মহীয়সী নারী, সমাজসেবী আল্লামা রুমী সোসাইটি বাংলাদেশের সহ-সভাপতি, সুফি সাহিত্যিক আলহাজ্ব বেগম রুনু সিদ্দিকীর স্মরণসভা চিটাগাং সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ এবং আল্লামা রুমী সোসাইটির যৌথ উদ্যোগে আজ ১২ নভেম্বর বিকাল ৩ টায় জামালখান প্রেস ক্লাব সংলগ্ন চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
আল্লামা রুমী সোসাইটি বাংলাদেশ’র কার্যকরী সভাপতি সূফী মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জালাল উদ্দিন, রুমী সোসাইটির উপদেষ্টা সৈয়দ মাহমুদুল হক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন চিটাগাং সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের সদস্য সচিব ড. শামসুল হোসেন ও আল্লামা রুমী সোসাইটির মহাসচিব সৈয়দ মোহাম্মদ সিরাজদৌল্লা। বক্তব্য রাখেন সাহিত্যিক ড. আনোয়ারা আলম. কলামিস্ট শাখাওয়াত হোসেন মজনু. মরুহুমের কণ্যা গুল-এ-রানা সিদ্দিকী শবনম প্রমূখ। সভায় বক্তারা বলেন- বেগম রুনু সিদ্দিকী আমৃত্যু মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন. মানবপ্রেম ও আধ্যাত্মিক সাধনায় নিজেকে অনন্য উচ্চতায় আসীন করেছেন। তাঁর জীবন ও কর্ম নিয়ে যত বেশি চর্চা ও গবেষণা হবে তত বেশি সমাজ উপকৃত হবে। সভাপতির বক্তব্যে আলহাজ্ব সুফি মিজানুর রহমান রুনু সিদ্দিকীর জীবন ও কর্মের উপর পিএইচডি করতে আগ্রহী একজন শিক্ষার্থীর ব্যয়ভার পিএইচপি ফ্যামিলী বহন করবে বলে ঘোষণা দেন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *