BanshkhaliTimes

চট্টগ্রামে প্রিমিয়ার ব্যাংকের ইসলামী ব্যাংকিং কর্মশালা অনুষ্ঠিত

দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড চট্টগ্রাম অঞ্চলের শাখাগুলোর কর্মকর্তাদের নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ইসলামী ব্যাংকিং শীর্ষক কর্মশালা

ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ও.আর নিজাম রোড ব্রাঞ্চ মোহাম্মদ আবদুল মান্নানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব ইসলামী ব্যাংকিং ডিভিশন মোহাম্মদ কবির হোসাইন।
এছাড়াও ইসলামী ব্যাংকিং নিয়ে ট্রেনিং সেশন পরিচালনা করেন ব্যাংকের এসএভিপি কেএইচ সাইফুল ইসলাম।

ইসলামী ব্যাংকিং কনসেপ্ট, প্রোডাক্টস এন্ড অপারেশনাল প্রসিডিউর শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালায় প্রিমিয়ার ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের শাখা প্রধান, ডেপুটি ম্যানেজার ও ইসলামী ব্যাংকিং ডেস্কের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় ইসলামী ব্যাংকিং ধারণা, বিভিন্ন প্রোডাক্ট হাইলাইটস ও কার্যক্রম নিয়ে বিভিন্ন সেশন পরিচালনা করা হয়।

উল্লেখ্য, প্রিমিয়ার ব্যাংক সম্প্রতি ইসলামী ব্যাংকিং সেবাকে গুরুত্বের সাথে দেখছে। দেশের সকল শাখায় কনভেনশনাল ব্যাংকিংয়ের পাশাপাশি ইসলামী ব্যাংকিং সেবাও সমানে দিয়ে যাচ্ছে জনসাধারণকে।

প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *