তাফহীমুল ইসলাম (বাঁশখালী টাইমস)- সেবার দৃপ্ত অঙ্গীকার নিয়ে বন্দরনগরী চট্টগ্রামে প্রিমিয়ার ব্যাংকের ১০৫তম শাখা হিসেবে বহদ্দারহাট শাখার উদ্বোধন হয়েছে আজ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. রিয়াজুল করিম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রিমিয়ার ব্যাংকের উপদেষ্টা ও প্রতিথযশা ব্যাংকার মুহাম্মদ আলী, স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর সাইফুদ্দীন খালেদ, জামাল খান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী প্রমুখ। প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন ফিতা কেটে ব্যাংকের নতুন শাখাটির শুভ উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আশা প্রকাশ করে বলেন- প্রিমিয়ার ব্যাংক অর্থনৈতিক উন্নয়নের চলমান গতিধারায় অবদান রাখবে। বিশেষ অতিথির আলোচনায় ব্যাংকার মুহাম্মদ আলী বলেন- সাধারণ মানুষের অর্থনৈতিক কল্যানে প্রিমিয়ার ব্যাংক তাদের কাজের পরিধি ক্রমান্বয়ে সম্প্রসারণ করছে।
উল্লেখ্য- অপার সম্ভাবনা ও সমৃদ্ধির পথে এগিয়ে চলার ধারাবাহিকতায় সেবার দৃপ্ত অঙ্গীকার নিয়ে বন্দরনগরী চট্টগ্রামের হোল্ডিং # ৪৫০৮ (২য় তলা) আরাকান রোড, বহদ্দারহাটে ১০৫ তম শাখা হিসেবে আজ যাত্রা শুরু করেছে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। এতে গ্রাহকদের সেবা গ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে প্রিমিয়ার পরিবারের পক্ষ থেকে।