বিটি: উপজেলা পর্যায়ে সেরা দুর্নীতি প্রতিরোধ কমিটি হিসেবে বাঁশখালী প্রথম হয়েছে।
জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিকে পুরস্কার দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এবার একটি জেলা ও তিনটি উপজেলা কমিটি পাচ্ছে এ পুরস্কার। উপজেলা পর্যায়ে চট্টগ্রামের বাঁশখালী (প্রথম), কক্সবাজারের চকরিয়া (দ্বিতীয়) ও কুমিল্লার লাকসাম উপজেলা (তৃতীয়) হয়েছে।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে দুদক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার ড. নাছিরউদ্দিন আহমেদ।
দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো.আক্তার হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল আলম নিজামী, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।