BanshkhaliTimes

চট্টগ্রামে আইসোলেশনে থাকা বাঁশখালীর ১ জনের মৃত্যু

চট্টগ্রামে আইসোলেশনে চিকিৎসাধীন মফিজ আহমেদ (২৮) নামে বাঁশখালীর এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামের জেনারেল হাসপাতালের আইসোলেশনে ইউনিটে তার মৃত্যু হয়।

মফিজ আহমেদ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চেচুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছেন।

চটগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, বৃহস্পতিবার ভোরে মফিজ আহমেদের মৃত্যু হয়। তার কিডনিসহ আরও কিছু সমস্যা ছিল। পাশাপাশি তিনি জ্বরে আক্রান্ত ছিলেন।

ডা. অসীম কুমার নাথ আরও বলেন, বুধবার সকালে মফিজ আহমেদকে হাসপাতালে আনা হয়। ওইদিন তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে এখনো রিপোর্ট পাওয়া যায়নি।

ইতোমধ্যে চট্টগ্রামে ৩২ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে শিশুসহ চারজন মারা গেছেন। আক্রান্তদের মধ্যে পুলিশ, গার্মেন্টস শ্রমিকও রয়েছেন। চট্টগ্রাাম জেনারেল হাসপাতাল ও বিআইটিআইডি হাসপাতালে এসব রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে।

সূত্র: দ্য স্ট্যান্ডার্ড বিজনেস

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *