চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পীর জন্মদিন ২৯ ডিসেম্বর। সাইফুল ইসলাম শিল্পীর জন্ম সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফুলতলা গ্রামে। তিনি মো. নূরুল ইসলাম ও জাহানারা বেগম দম্পতির তিন ছেলে ও এক মেয়ের মধ্যে বড়।
তিনি পাঠক নিউজ.কম নামে একটি নিউজ পোর্টালের সম্পাদক হিসেবে আছেন। এছাড়া দেশের প্রাচীনতম সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)র চট্টগ্রাম করসপন্ডেন্ট হিসেবে কর্মরত আছেন গত ৫ বছর ধরে।
সাংবাদিক শিল্পী ১৯৯০ সালে সাংবাদিকতা পেশায় আসেন। তিনি বিভিন্ন গণমাধ্যমে অপরাধ, বন্দর ও আদালত বিটে কাজ করেছেন। দৈনিক দিনকালের সিনিয়র রিপোর্টার, দৈনিক জনতা চট্টগ্রামের স্টাফ রিপোর্টার, শীর্ষ নিউজ ডটকমের সিনিয়র রিপোর্টার ও বৈশাখী টেলিভিশনের শুরুতে সিনিয়র রিপোর্টার পরে চট্টগ্রাম ব্যুরো চিফ হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি সিটিজি নিউজ ডটকমে জয়েন্ট নিউজ এডিটর ও চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) এর সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বসন্তদূত ও প্রজন্ম সংসদের সদস্য।
যৌথভাবে প্রকাশিত রয়েছে বই ‘কর্ণফুলি’।
সাংবাদিক সাইফুলের স্ত্রীর নাম শাহানুর সুলতানা লুনা। তিনি বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল (ইউসিবি)তে কর্মরত আছেন। এ দম্পতির তিন সন্তান—সামানজা ইসলাম, সামিন ইসলাম ও রোদেলা ইসলাম।
সিনিয়র এ সাংবাদিকের প্রিয় ফুল গোলাপ, রং গোলাপী। অনলাইনে পড়াশোনা ও সন্তানদের সঙ্গ দিয়েই অবসর কাটে। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানান, লেখালেখি ও সাংবাদিকতা ছাড়া আর কোনো পরিকল্পনা নেই।