চট্টগ্রামের শ্রেষ্ঠ ‘জয়িতা’ সম্মাননা পেলেন বাঁশখালীর মেয়ে ডা. সুপর্ণা

বাঁশখালী টাইমস: প্রতিকূলতা জয় করে ‘শিক্ষা ও চাকুরি’ ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন বাঁশখালীর কৃতি সন্তান ডা. সুপর্ণা দে সিম্পু।

BanshkhaliTimes
ডা. সুপর্ণা দে সিম্পু

মহিলা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ‘জয়িতা অণ্বেষণে বাংলাদেশ’ কার্যক্রম সারা দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। ৫ ক্যাটাগরিতে চট্টগ্রামের ১৫ উপজেলার মধ্যে নির্বাচিত ১৫ জয়িতার মধ্যে শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে অসামান্য সাফল্য অর্জন করায় বাঁশখালী উপজেলার হয়ে জেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ জয়িতা’ নির্বাচিত হন তিনি। উল্লেখ্য জয়িতা অন্বেষণে এবারই প্রথম বাঁশখালী উপজেলা হতে জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে।

এ প্রসঙ্গে ডা. সুপর্ণা দে সিম্পু বাঁশখালী টাইমসকে বলেন- ‘আমি খুব খুশি দীর্ঘদিন পর নিজের পরিশ্রমের স্বীকৃতি পেলাম। তাছাড়া এ ক্যাটাগরিতে আমার হাত ধরে বাঁশখালী প্রথমবার জেলার শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেল। সবার কাছে দোয়া চাই যেন বিভাগীয় ও জাতীয় ভাবে নির্বাচিত হয়ে বাঁশখালীকে আরও সম্মানিত করতে পারি।’

তিনি বর্তমানে খাগড়াছড়ি জেলার লক্ষিছড়ি উপজেলার ভেটেরিনারি সার্জন হিসেবে কর্মরত আছেন।
প্রসঙ্গত, তিনি সন্তান প্রসবের দিন বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে সেবারই কৃতিত্বের সাথে ক্যাডার নির্বাচিত হয়ে সারাদেশে আলোড়ন সৃষ্টি করেন।

আজ ৯ ডিসেম্বর চট্টগ্রাম জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা তুলে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ‘জয়িতা অণ্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় এ সম্মাননার উদ্যোক্তা মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ মহিলা বিষয়ক অধিদপ্তর।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *