BanshkhaliTimes

চট্টগ্রামের মেয়র আ.জ.ম নাছির উদ্দিনের সাথে বাঁশখালী সমিতির সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিনের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বাঁশখালী সমিতি চট্টগ্রামের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
গত ১ অক্টোবর সোমবার সন্ধ্যায় আন্দরকিল্লাস্থ নগর ভবনে ইউএসটিসির উপাচার্য ও বাঁশখালী সমিতি চট্টগ্রামের সভাপতি প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়ার নেতৃত্বে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের ডেপুটি এটর্নী জেনারেল এডভোকেট এ.এইচ.এম. জিয়া উদ্দীন, লায়ন এম আইয়ুব, লায়ন নাসিমুল আহসান চৌধুরী জুয়েল এমজেএফ, লায়ন আমিরুল হক (এমরুল কায়েস), সাহাব উদ্দিন চৌধুরী, ডা. স্বপন দে, নাফিজ মিনহাজ, আবু ওবাইদা আরাফাত, রাসেল জনি, ওয়াসিম আহমেদ, মিসকাত উদ্দিন, মুসলিম চৌধুরী, আবু হুরাইরা ইসফাক প্রমুখ।

এসময় মেয়র মহোদয় নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের উষ্ণ অভিনন্দন জানান। তিনি চট্টগ্রামের উন্নয়নে বাঁশখালীর কৃতি সন্তানদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। আলোচনায় তিনি বাঁশখালীর সার্বিক উন্নয়নে এ সমিতির কর্মকাণ্ডকে বৃহৎ পরিসরে ছড়িয়ে দিতে বিভিন্ন পরামর্শ দেন এবং এ লক্ষ্যে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *