মুহাম্মদ মুহিব্বুল্লাহ ছানুবীঃকক্সবাজারের চকরিয়ায় দুই মাইক্রোর মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে। অদ্য শনিবার ভোর ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।জানা যায়, দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাস খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ৩ যাত্রী নিহত হয়। এসময় আহত হয় কমপক্ষে আরো ১০ জন।বানিয়াছড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইজি নূর-এ-আলম জানান, ভোর ৬টার দিকে হারবাংয়ের গয়ালমারা এলাকায় চট্টগ্রাম ও কক্সবাজারমুখী দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতেঘটনাস্থলেই তিন মাইক্রোবাস যাত্রীর মৃত্যু হয় এবংআহত হয় কমপক্ষে ১০ জন। আহতদের চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস দুটি জব্দ করা হয়েছে বলে জানান আইজি নূর-এ-আলম