চাঁদা দিতে রাজি না হওয়ায় চট্টগ্রাম নগরীর চকবাজারের প্রত্যাশা কোচিংয়ের মালিক প্রভাষক আবদুর রহিমের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।
গতকাল ৮ নভেম্বর বিকাল ৪ টায় অফিস কক্ষে ঢুকে অতর্কিতভাবে হামলা করে জসিম উদ্দিন নামক স্থানীয় চাঁদাবাজের নেতৃত্বে ১০/১২ জন সহযোগী।
ঢুকামাত্র ৫০ হাজার টাকা চাঁদা চাইলে তা দিতে অস্বীকৃতি জানালে সাথে সাথে এলোপাথাড়ি মারধর করে। এসময় শিক্ষার্থীদের বেতনের ৩০ হাজার নগদ টাকাসহ ২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় সন্ত্রাসীবাহিনী। যাবার সময় মামলা করলে প্রাণনাশের হুমকি দিয়ে তারা সটকে পড়ে।
আহত শিক্ষক আবদুর রহিম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
উক্ত চাঁদাবাজ জসিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি আলোচিত ভর্তি জালিয়াতির সাথে জড়িতে বলেও জানায় সংশ্লিষ্ট সূত্র।